Logo

আন্তর্জাতিক    >>   সিরিয়ায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

সিরিয়ায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

সিরিয়ায় ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহত

সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার আলী মুসা দাকদুক নিহত হয়েছেন। ২৩ নভেম্বর শনিবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে জানানো হয় যে, দাকদুক ২০০৭ সালে ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার পরিকল্পনা করতে সহায়তা করেছিলেন। মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে খবরে বলা হয়েছে, তিনি ইরাকের কারবালা অভিযানে মূল ভূমিকা পালন করেন। ওই সময় হিজবুল্লাহর সদস্যরা মার্কিন নিরাপত্তা দলের ছদ্মবেশে একটি ঘাঁটিতে প্রবেশ করে গুলি চালায়, যার ফলে পাঁচ মার্কিন সেনা নিহত হয়।

বর্তমানে সিরিয়ায় ইসরায়েলি হামলার সময় দাকদুকের মৃত্যু ঘটেছে, তবে এই হামলা কোথায় এবং কখন পরিচালিত হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এও নিশ্চিত নয় যে, হামলা তার ওপরেই লক্ষ্য করে পরিচালিত হয়েছিল। ২০০৭ সালের পরে, দাকদুক মার্কিন বাহিনীর হাতে ধরা পড়েছিলেন, তবে ইরাক থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার করার পর ইরাকি সরকার তাকে মুক্তি দেয়।

সম্প্রতি, সেপ্টেম্বর মাস থেকে ইসরায়েল লেবাননের পাশাপাশি সিরিয়াতেও হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত রেখেছে। বৈরুতে ইসরায়েলি হামলার কারণে অনেক হিজবুল্লাহ যোদ্ধা সিরিয়াতে আশ্রয় নিয়েছে।





P.S 220 Winter concert

P.S 220 Winter concert